ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে ট্রেনের নিচে ঝাপ দিয়ে ৪ সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন রাশেদা বেগম (৩৫) নামের এক নারী আত্বহত্যা করেছে।
ওই নারী মেলান্দহ উপজেলার হাতিজা গ্রামের আব্বাছ শেখের কন্যা ও বকসীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
জানাগেছে,সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী কমিউটার ট্রেনটি ইসলামপুর মেলান্দহ উপজেলা সীমানা দক্ষিণ দরিয়াবাদ এলাকায় পৌছলে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে মুহুর্তেই তিনখন্ড হয়ে যায়। খবর পেয়ে স্বজনরা লাশ উদ্বার করে।
পরিবার সূত্র জানায়, রাশেদা ছোট বেলা থেকেই মানষিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ২২ বছর আগে বকসিগঞ্জ উপজেলার নিলক্ষিয়া সাজিমারা গ্রামে তার বিয়ে হয়। গতকাল সে শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে।
এ ব্যাপারে রেলওয়ে থানা পুলিশ পরিদর্শক গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.