শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতিতে অবৈধভাবে মজুদকৃত ৩৬৩৮ লিটার ফ্রেস কোম্পানির সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তেলের মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০ টাকা।
বৃহস্পতিবার ১২-মে বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জয়নাল আবেদীন উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের গোবিন্দগঞ্জ (তিনানী) বাজারে এই অভিযান পরিচালনা করেন।
সম্প্রতি সারাদেশে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালিত হচ্ছে।
এরই অংশ হিসেবে আজ বিকেলে উপজেলার তিনানি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃত্রিম ভাবে বাজারে সরবরাহ কমিয়ে সংকট সৃষ্টি করে তেল মজুদ করার অপরাধে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানি বাজারের মেসার্স সততা স্টুরের মালিক ব্যবসায়ী মো. মাসুদ কবির(৫২)-কে ৫০ হাজার ও মেসার্স ব্রাদার্স ষ্টোর এর মালিক মো. নাজমুল হাসান (২৬)-কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে উভয়কে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও আনোয়ার হোসেন নামের অপর এক ব্যবসায়ীকে মেয়াদউত্তির্ণ ভোগ্যপণ্য বিক্রির অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য যে মো. মাসুদ কবির ও নাজমুল হাসান সম্পর্কে পিতাপুত্র এবং ফ্রেশ কোম্পানির ডিলার।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, এস আই মাসুদ হাসান, বাজারের ইজারাদার, বাজার কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন পুতিনকে দোষারোপ যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.