সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ-
গাইবান্ধার পলাশবাড়ীতে চাতালে বয়লার বিস্ফোরণে চাতাল মালিকের প্রায় ৭ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এঘটনায় একজন নিহত ও অপর আহত একজন চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিন ও চাতাল মালিক সূত্রে জানা যায়, গত ২ মে সোমবার বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়ানপুর গ্রামের তিন ভাই ট্রেডার্সের মালিক নুরুজ্জামান সরকারের চাতালে ধান সিদ্ধ করার জন্য ২ জন শ্রমিক বয়লারে কাজ করছিলো।
হঠাৎ উক্ত বয়লারটি বিস্ফোরণ ঘটলে রাশিদুল ইসলাম ও ফেরাজুল মিয়া নামে দু'জন শ্রমিক আহত হয়।
আহতদের চাতাল মালিকসহ এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এঘটনায় মিল-চাতাল মালিকের গুদাম ঘর, ধান, গুড়া, বয়লার এবং চাতালে শুকানোর জন্য রাখা ধান শ্রমিক সংকটের কারণে প্রায় ৭ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাবাসী জানান, বর্তমানে দূর্ঘটনার ৪/৫ দিন থেকে উক্ত মিল-চাতালটি বন্ধ থাকায় ব্যাপক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছেন চাতাল মালিক নুরুজ্জামান সরকার।
এঘটনায় আহত রাশিদুল ইসলাম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান।
তারা আরও জানান, চাতাল মালিক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতা ও আহতের সুচিকিৎসা সাধ্যমতো অব্যাহত রেখেছেন।
মিল ও চাতাল মালিক নুরুজ্জামান সরকার বলেন, আমার চাতালে বয়লার বিস্ফোরণ প্রায় ৭ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি।
আমার তিন ভাই ট্রেডার্সের ইন্স্যুরেন্স করা আছে। আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
আরও পড়ুন নদী ভাঙন প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও ভূমিকা রাখতে হবেঃ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.